-:অণুকাব্য- ১০০১:-
মোহাম্মদ আলী চৌধুরী।
যাহারা ভাবেন জনগণ বিরাট ভোদাই,সত্যমিথ্যা করেনা যাচাই, তাহারাই আসল বোকাইরাম,
বঙ্গবন্ধুর কানের কাছে বলিত অবিরাম,আপনার কোনো শত্রু নাই,সব কিছু অভিরাম।
আমি দেখিয়াছি ঠিক,আওয়ামীরা আসল মুনাফিক,নেতা
হত্যা হলো প্রতিবাদ বিহীন;
উঠিলে হালকা বাতাস,ওরা হয়ে যায় হতাশ,বাতাসের বিপরীতে
তোলে নৌকার বাদাম।
রচনাকাল:-
ঢাকা ০৪/০৯/১৮
বেলা ২-০০
★স্মর্তব্য শোকদিবসের ভোরবেলা নব্যরাজাকার কাদের সিদ্দিকি ছাড়া আর কেউ প্রতিবাদ করেনি।
আপনারা যারা ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর জন্ম গ্রহণ করেছেন তারা প্রতিটি পক্ক প্রবীণ
আওয়ামী লীগারের কাছে তাদের নীরবতার ব্যাখ্যা চান।