সমোচ্চারিতশব্দঃবানানে হই জব্দ-২৮:-
বানানের নানান রূপঃ দেখে আমি থাকি চুপ।
মোহাম্মদ আলী চৌধুরী।
অন্যের আপনে আমি আপনি গিয়া অন্ন করি অন্বেষণ,
সকালে ভাঙ্গিলে ঘুম,শুনি হত্যা আর গুম,লাগে কাঁপন।
সাঁঝের বেলা সাজে কিন্নরী, অপ্সরী নয় বেহেস্তের পরি;
খিচুড়ি পাই ভরিয়া বাসন,মাইকে বাজে ৭ই মার্চের ভাষণ;
রচনা কাল:-
ঢাকা১০/১০/১৮
সন্ধ্যা ৭-০০