-: বড় কবিতা-৪৯:-
মুক্তির সংগ্রাম।
মোহাম্মদ আলী চৌধুরী।
ফতোয়া দিলো শীর্ষ রাজাকার,পুড়িল ইন্দ্রের হাট বাজার,মরিল কয়েক হাজার,শতশত হলো ধর্ষিতা,
সাধারণ ক্ষমা ঘোষণা করিয়া,সবার আগেই দিল ছাড়িয়া, শর্ষিণার পীরকে জাতির পিতা।
১৯৮০ সালে,জুটিল তাঁর কপালে,সর্বোচ্চ স্বাধীনতা পদক,
দিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়া;
বঙ্গবন্ধুর দেয়া বীরোত্তম খেতাব যদি প্রত্যাহার হয়,তাহলে পীরের পদক কেন নেয় না ফিরাইয়া?
আমি মানিলাম,জিয়া করিছেন আকাম,সংবিধানে জুড়িয়া আল্লাহর নাম,এরশাদ করিছে রাষ্ট্রধর্ম;
দেশের প্রায় সব মানুষের,এটাই প্রথম পছন্দ,মুষ্টিমেয়  আওয়ামীরা বলে এটা মন্দ,এটা অপকর্ম।
দেশের মালিক যদি জনগণ হয়,তাঁহাদের মত নিতে কেনো করো ভয়,দিয়ে দেখনা রেফারেন্ডাম!
জাগিছে জনতা,নিয়ে লগি, খন্তা,তোমাদের স্বৈরাচার,চলিবেনা
আর,শুরু হবে মুক্তির সংগ্রাম।
রচনা কাল:-
ঢাকা ০৮/০৩/১৮
বেলা ৬-৫০