ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর অনুবাদ নম্বর১৩২ থেকে ১৫১ পর্যন্ত। ( তামাম শোধ)
মোহাম্মদ ডেভিড কৃষ্ণ বড়ুয়ার সৌজন্যে।
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৩২( B.28)
বল্লে মোরে হৃদয় আমার,"ইচ্ছা করি দিব্য জ্ঞান,
যদি তুমি জ্ঞাত থাক,কর মোরে শিক্ষাদান।"
বল্লাম আমি,"আলিফ বল।"বল্লে হৃদয় "চুপ কর,
আলিফ যদি থাকে ঘরে,বাস্ আমার এই হরফখান।
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৩৩(B.20)
যথা নদীর প্রবাহ-জল কিংবা যথা মরুর পবন
আয়ু হ'তে একে একে দিবসগুলি করছে গমন।
দুটী দিবস তরে কভু শোক করিনি মনে আমি---
চলে গেছে যে দিবসটী আর আসে নি যেটী এখন।
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৩৪(B.43)
দেখ যেথায় গোলাপ কিংবা 'লালা' তরু হয় শোভিত,
হয়ত সেথা রাজার রক্ত হয়েছিল হায়!পতিত।
জ'ন্মে আছে 'মাটির 'পরে যেথানে ঐ "বনফ্শা"টী,
ছিল কারো গালের তিলটী,করত যাহা মন মোহিত।
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৩৫(B.48)
পান-শালাতে হরদম যারা করছে ব'সে সুরা সেবন,
কিংবা যারা সারা নিশি মস্জিদেতে করে যাপন।
পায় নিক কেউ কূল কিনারা,হাবুডুবু খাচ্ছে সবাই,
জাগ্রত সেই একই জনা,অন্যে শুধু দেখছে স্বপন।
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৩৬(B.55)
প্রেমরোগীদের সঙ্গ,হৃদয়,ক'রো তুমি বর্জ্জন,
দেখো কেন প্রেমব্যবসায় খুইও নাক সব ধন।
ফকিরদিগের আস্তানাতে হাজির হ'য়ো নিত্য,
হয় ত তারা ভক্ত-দলে করবে তোমায় গ্রহণ।
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৩৭(B.93)
যতই করি "তওবা"মোরা, পুনঃপুনঃ ভাঙি সকল,
সুনামেরি দুয়ারটিতে দিয়েছি হায়!মোরা আগল।
দোষ ধ'রো না আমার কাজে,বেহুঁশের কাজ করিই যদি,
করেছে হায়!প্রেমের সুরা একেবারে মোরে পাগল।
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৩৮(B.63)
প্রথমেতে আমায় তুমি করলে কত সোহাগ যতন!
কত না সুখ সমাদরে আমায় তুমি করলে পালন!
এখন শুধু চেষ্টা তোমার কষ্ট দিতে আমার মনে!
বল ত কি করেছি পাপ,কেন তুমি হ'লে এমন?
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৩৯(B.72)
আদিকালের রহস্যটীর পায় নিক কেউ সন্ধান,
গণ্ডী ছেড়ে পথ না পেয়ে ঘুরে ফিরেই হয়রান।
হাতে-খড়ি শিষ্য হ'তে পক্ক কেশে ওস্তাদ,
নিরুপায় হায়!সবারই হাত মায়ের যত সন্তান।
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৪০(B.76)
দেখিস যেন দুঃখ তোরে করে নাক আলিঙ্গন,
বিফল শোকে ছায় না যেন ফূর্ত্তিমাখা তোর জীবন।
ছাড়িস নেক প্রিয়ার অধর,শ্যামল আসন আর কেতাব,
মাটি যাবৎ করে নাক জোরে তোরে আলিঙ্গন।
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৪১(B.80)
মলয় বায়ু পৃথিবীরে করেছে আজ কত শোভন!
সৃষ্টি আশে আকাশ পানে তাকায় তারি শত লোচন।
গাছের যেন প্রতি ডালে মুসা নবী হাত মেলেছে,
ধুলায় যেন ঈসা মসীহ্ দেছে ফুঁকে নব জীবন।
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৪২(B.119)
একটি কোণা,দু'খান রুটি---বাস্ আমাদের দুনিয়ার ঠাঁই,
আয়েশ আরাম জাঁকজমকে লোভ আনন্দের কিছুতে নাই।
মনঃপ্রাণে ফকীর জীবন করেছি গো মোরা বরণ,
ফকীরিতে আহা;মোরা বাদশাহীর কি মজাটি পাই!
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৪৩(B.121)
গিয়েছিলাম দিন কতক এক ওস্তাদজীর মাদ্রাসায়,
হয়েছিল বড়ই দেমাগ আমাদেরি জ্ঞান বিদ্যায়।
পরিণামে দেখ মোদের ঘটল কিবা দুর্দ্দশা,
জলের মতন এলুম মোরা, চললুম মোরা হাওয়ার ন্যায়।
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৪৪(B.125)
ফেল দরবেশ, শরীর হ'তে তোমারি রঙীন বসন,
রঙীন বসন ভরে দেহের ক'রো নাক বিনাশ সাধন।
নেও ফকীরির ছেঁড়া কাঁথা তুলে তোমার কাঁধের 'পরে,
কাঁথার নীচে পাবেই তুমি বাদশাহেরি রাজত্বধন।
১৪৫(B.129)
আকাশ-চক্রে তৎপর সদা তোমার আমার ধ্বংস তরে,
তোমার আমার প্রাণ হরিতে সদাই আছে লক্ষ্য ক'রে।
বস পাশে ঘাসের উপর, শোন ওগো দেবী আমার,
ক'দিন পরে জন্মাবে ঘাস তোমার আমার মাটির পরে।
১৪৬(B.144)
খাচ্ছ তুমি শুধুই ধোঁয়া শুই ঘরে
কত দিন আর ভুগবে দুখে অস্তি-নাস্তি চিন্তা করে।
সংসার জেনো ধার্মিক তরে ক্ষতির জিনিস সত্তাবিহীন,
লভ্য পেতে পারলে তুমি ক্ষতির জিনিস ছাড়লে পরে।
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৪৭(B.148)
রেখেছ ফাঁদ হাজার ঠাঁইয়ে তুমি আমার চলার পথে,
বলছ আবার,"ধরব তোরে ফেলিস যদি পা'টী ওতে।"
অনুমাত্র নয়ত স্বাধীন,যত আছে বিশ্বমাঝে,
দিচ্ছ হুকুম যখন তুমিই,হলুম পাপী কোথা হ'তে!
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৪৮(B.149)
চুমুক খানিক লাল মদিরা আর গজলের একটি কিতাব,
জান বাঁচাতে দরকার মত একটুখানি রুটি কাবাব।
তোমায় আমায় দুই জনেতে ব'সে প্রিয়ে,নির্জ্জনেতে,
এ সুখ ছেড়ে রাজ্য গেলেও কিছুতেই সে বলব না লাভ।
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৪৯(B.150)
অকারণ এই দুঃখ আজ,সুখে কর জীবন ধারণ,
চারি দিকের অন্যায় মাঝে কর তুমি ন্যায় আচরণ।
অন্তিমিতে জগৎ যবে শূন্যমাঝে হবে বিলয়,
মনে কর শূন্য তুমি,স্বাধীন হবে তোমার জীবন।
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৪২)অনুবাদ-১৫০(B.157)
থাকত যদি মোর অধিকার, আসতাম নাক কভু হেথায়,৷
যাওয়া যদি থাকত হাতে