-:অণুকাব্য-১০৫০:-
মোহাম্মদ আলী চৌধুরী।
দুইটা সিকি আর একটা আধুলি,একসাথে মিলি,হয়ে যায় একটাকা,
তুচ্ছ তাচ্ছিল্য, বলা বাহুল্য,আসন্ন বিপদ রাখা যায়নারে
ঢাকা।
এ জীবনে বহুবার,দেখিয়াছি,দেখিব আবার,পচা শামুকেই
কাটে পা;
শরতের মেঘ যত গর্জে,তত নাহি কভু বর্ষে,গর্জন আসলে
সবই ফাঁকা।
রচনাকাল:-
ঢাকা১৭/১০/১৮
রাত ১০-৪০