-: বড় কবিতা-৫৫:-
মোহাম্মদ আলী চৌধরী।
আপোষহীন নেত্রী আর গণতন্ত্রের মানসকন্যা,
তোমরা ক্ষমতার তরে দেশেতে বহালে রক্তবন্যা।
বাকশাল গঠনের আশে,সর্বময় ক্ষমতা নিলো অনায়াসে,
গণতন্ত্র,রেফারেন্ডাম,সংসদ পরিণত হলো পরিহাসে।
ভাগ্যের নির্মম গতি,মোস্তাক হলো রাষ্ট্রপতি,সগর্বে বলিল সূর্যসন্তান,
হত্যাকারীদের,জনগণ বাহির করিল আনন্দ মিছিল জানালো সম্মান।
কত পট হলো পরিবর্তন, চাহিল জনগণ,একদলীয় বাকশাল
হইলো বাতিল,
বহুদলীয় গণতন্ত্র,মতপ্রকাশের স্বাধীনতা,বিচারপতি অপসারণ,
দিলো ভরিয়া পাতিল।
জিয়ার মরণের পরে,সর্ববৃহৎ জানাজা হলো বাংলাদেশের ভিতরে,শুরু হলো ছাত্রদলের দাপট,
যুবদল,দুষ্টনেতাদের দুঃশাসনে,শুরু হল লুটপাট,প্রেসিডেন্ট
পরিণত হল লোক দেখানো পাপট।
তারপর সেনাপ্রধান এরশাদ,করিল সবকিছু বরবাদ,চালালো
স্বৈরশাসন আট বছর ধরে,
হাসিনা তলতলে,ছিল এরশাদের দলে,খালেদা ছিল একেবারে
আপোষহীন,গণতন্ত্রের তরে।
সবদলের মিলিত সংগ্রাম, ঘুঁচালো এরশাদের নাম,ক্ষমতায় এলো খালেদা জিয়া,
চালু করলো কেবিনেট ফর্মের শাষণ, রাষ্ট্রপতির সব ক্ষমতা করিল গ্রহণ, কিছু না ছাড়িয়া।
বাতিল করিলো না কোনো কালো আইন,বিরোধী দমনে তা কাজে লাগালো ফাইন,
ঝানু সব নেতাদের কথা না শুনিয়া,তারেকের বুদ্ধিতে শুরু করিল
উল্টাপাল্টা সিক্সটি নাইন।
২০০১ সালে,হাওয়া লাগিল তারেকের পালে,ক্ষমতার কেন্দ্র হয়ে গেলো বদল খালেদার সায়ে,
হাসিনা সুকৌশলে,কাজে লাগালো প্রচার,টেনে নিল কিছু ভোটার আওয়ামী নায়ে।
খালেদার সবচেয়ে বড় ভুল,২০১৪ এর নির্বাচন ভণ্ডুল,তারেকের কথামত,
আন্দোলনের নামে বোমাবর্ষণ, পছন্দ করেনি জনগণ,সিদ্ধান্ত
ছিলনা যাথাযথ।
হাসিনা আর খালেদা,কেউ নয় আলেদা,গণতন্ত্র ওনাদের কাছে
পছন্দের নয়,
খালেদার উত্তরসূরী তারেক জিয়া,হাসিনার সজীব ওয়াজেদ
জয়।
না করিয়া রাজতন্ত্রের পূজা, বিকল্প রাজনীতি খুঁজা,জনতার নিজের স্বার্থেই প্রয়োজন,
২ কোটি ৩০ লাখ নতুন ভোটার,তোমাদেরে দিলাম আজ ভার, করো নতুন নেতা খোঁজার আয়োজন।
রচনা কাল :-
ঢাকা২৭/০৫/১৮
রাত ১১-৫৫