-: অণুকাব্য-৭৬০:-
মোহাম্মদ আলী চৌধুরী।
যখন আমার যুবক ভাই হারিয়ে গিয়ে হয়ে যায় বেওয়ারিশ লাশ,
যখন আমার যুবতী বোন হয় ধর্ষিতা,
তখন তোমরা লাল সবুজ পতাকার ছবি জড়িয়ে করিছ উল্লাস,
আমি বলি এটা কীসের স্বাধীনতা!
যে স্বাধীনতা স্বীকার করেনা আমার বাঁচার অধিকার,ধরে নিয়ে করে দেয় ক্রস ফায়ারের শিকার;
আমি এখনও হইনি পাগল,ঘটেনি চিত্ত বিকার,আমি করি চিৎকার,আমার ভালো ছিল পরাধীনতা।
রচনা কাল:-
বরিশাল২৮/১১/১৭
রাত১২-২০