-: রুবাইয়াত ই আলী-৯১:-
মোহাম্মদ আলী চৌধুরী।
সজল কেন কাজল আঁখি,দাওগো সাকি, দাও বাকি শারাব,
তোমার কেনো নাই খোঁজ,কাল নওরোজ,কেনো মন খারাপ।
মুতা বিয়া* আসলে ভুল,সন্ধ্যা রাতে করে কবুল,ভোরে দেয় তালাক;
এটাতো আসলে পতিতা বৃত্তি,ধনী লোকের কুকীর্তি,আসলে এটা পাপ।
মমানুবাদ
Why are your black eyes full with water, Saki, oh! my beloved dear?
Please give me wine on credit,tomorrow is the 1st day of the year.
The so called Muta marriage, is to arrange,to marry at evening and divorce in morning;
It is nothing but prostitution, in Islamic Institution,I will say it clearly without fear.
রচনাকাল:-
ঢাকা ২৮/০৩/১৮
বেলা৩-১০