-: অণুকাব্য-৮৩৫:-
মোহাম্মদ আলী চৌধুরী।
" দোহাই তোদের এতটুকু চুপ কর,ভালোবাসিবারে  দে আমারে অবসর,"
বলেছিলেন বিশ্ব কবি,ভালোবেসে নিঃস্ব হয়ে,শিষ্যগণে মৃদুস্বরে
অতঃপর।
আমিও সে পথের যাত্রী,ফিরাবোনা কোনো পাত্রী,ভালোবেসে যাব অহরাত্রি;
আমি ভালোবেসে যাবো খালি, খুলে রেখে ফুল ডালি,বাকি জীবনভর।
রচনাকাল:ঢাকা ১৪/০২/১৮
রাত৩-২০