আজ সে চলেছে
তার শেষ যাত্রায়। নিঃশব্দ।
রাস্তায় তার নামে জয়ধ্বনি হচ্ছে।
প্রসাদ হিসেবে বিতরিত হচ্ছে খই। আর
পাওনা হিসেবে খুচরো পয়সা।
আজ সে চলেছে
সিংহাসনে, চার-চার জনের কাঁধে চেপে।
তার সারা শরীরে ঢাকা সাদা কাপড়
যেনো সারা শরীরে শান্তির প্রতীক
আজ সে চলেছে
ঐ লাশকাটা ঘরেতে; কারণ,
আজ সে ট্রেনে চাপা পড়েছে।
কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিলোনা!
ফার্স্ট ক্লাস, মাস্টার ডিগ্রি!
বর্তমান চাকরি বাজারে মন্দ কি?
তাহলে কি অন্য কোনো কারণ?
নাকি ভালোবাসা না পাওয়ার হতাশায়?
না! কোনো কিছুই আর জানা যাবে না, কোনো দিনই।
আজ সবকিছুই ঢাকা পড়ে গেছে,
ঐ সাদা কাপড়ের নীচে..............
সেই লাশের মতই।