পাগলী আমার বদ মেজাজী-
একলা ঘরে থাকে।
কাল রাতেতে শক লেগেছে-
নকল টাকা ছুঁয়ে।
জং ধরেছে মাথার তারে-
নাক কুঁচকায় সে।
আধ-রুটিতে পেট ভরে তার-
কুটুম বাড়ি খেয়ে।
হঠাৎ আবার রেগে বলে,-
"বেরিয়ে যাও তুমি।"
মেয়ে মানুষ মস্ত মাথা-
কথায় কাজে  দিল ব‍্যথা।
চোখ রাঙিয়ে আমি বলি,
"ডাকবে কেবা আর....
যতই তুমি উল্টো নাচ,
ছাড়বো না এবার।"
রাজা বাদশা সবাই ফকির,
প্রীতি-লতার কোলে....
বেইমানিতে ভাঙবে যদি,
আত্মঘাতী আবার!


***********
তাং: ‌২৩/০৮/২০১৮ ইং
০৬ ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল:৫.৪৯
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত