হে প্রিয়ে তুমি ঐ লোকটার স্ত্রী সেজে,
নাটকের মঞ্চে অভিনয় করতে চাও!
কারো মুখে নয় তবে তুমিই গুনগ্ৰাহী,
আজ ঐ কুলাঙ্গার নরাধমের জয়গানে।
তুমি যশলোভে কাতর হয়ে গেছো আজ
কেনো তুমি রুক্ষ আজ আমার উপর?
হিতাহিত জ্ঞান ভুলো না গো প্রিয়ে  তুমি,
ঐ ব‍্যভিচারির কল্পনার ইন্দ্রজালের ছলে!
জানি তুমি চলেগেছো অনেক অনেক দূরে
ঐ লোকের শয‍্যা সঙ্গিনী স্ত্রীর ভুমিকাতে!
আমিও চাই তুমি বড় হও,অনেক বড়,
শুধু বলি আমি,"স্বপ্ন দেখো তুমি ঐ নীল
আকাশের মতো উঁচু তবু যেন দুটি পা
তোমার দাঁড়িয়ে থাকে এই মাটির বুকে।"