ঝিঙে ফুল ফোটার পর-বাড়ি ফিরি
পুরাতন বাসর ঘর ধূপের ধোঁয়ায় অন্ধকার।
কত বছর ধরেই ভালোবাসা ঘুরপাক খায়-
বন্ধ জানালা গুলোর ভেতর।
টের পাই-
পোড়া কেরসিনের অস্তিত্ব,
আর অক্সিজেনের অভাব।
তবু প্রতিদিন চোখে চোখ রেখে বলি-
'বাহ্ কি সুন্দর সুগন্ধ!'
            *******
তাং: ০২/০৭/২০১৯
সকাল:০৫টা ৫১ মিনিট