সবুজ গাছের পাতাগুলি পুড়ছে তো ভাই পুড়ছে
ধুলায় ধুসর গাছ গুলো আজ একটু জল চাইছে।
        অর্ধ-মৃত তৃণের উপর ছায়া কোথাও নাই  
    চৈত্রের প্রখর রোদের মাঠে বৃষ্টির দেখা নাই।
  শুকিয়ে গেল চোখের জল জলের অভাব তাই
  আজ বেদনা ভরা করুণ সুরে বৃষ্টির গান গাই।
      পাখির গানে দূর পানে স্বপ্নে সাঁতার কাটি।
    ফুল ফোঁটেনা গাছের ডালে সত্যি যদি বলি!
     পৃথিবীতে ফল নাই ফুল নাই রবে শুধু বালু,
বিবেক ছাড়া হলে মিলবে চারদিকেতেই ধুলো।
   ঘামে ভেজা সর্ব অঙ্গ লোনা জলের খর স্রোত,
     জল বিনে পৃথিবী হবে একদিন ভাঙা পোত।