কি আশ্চর্য! বসে চিন্তা করে লাভ কি,
এবার ঘোরে দাঁড়াও।
নিজেকে প্রশ্নকরার সুযোগও চাই-
মেঘ উড়ে আকাশের এদিকে ওদিক,
বিদ্যুৎ চমকায় বৃষ্টি হয় মাটি ভিজে।
আমরা আনন্দ করি নুন দিয়ে জলপাই খাই-
সরকারি ছুটির দিন নেমন্ত্রন করি ভালোবাসার মানুষদের।
কেউ মাতাল হয় বিভীষিকা রচে বিচ্ছেদের মাঝে।
আজ স্বাধীনতা আছে আগামীকাল থাকবে কিনা তা কিন্তু জানিনা।
চি‌ৎকার চেচামেচি মধুময় ছন্দপতন হবার কি নয় কখনো?
পিতা মাতা , সন্তান কৈশোর আর যৌবন সব‌ই ভালো-
কিন্তু বার্ধক্য কেমন বল?
মিলন ঐক্য মৈত্রী সাথে বিদায়ও আসে
তাই বলি সাহস নিয়ে দাঁড়িয়ে পড়
-আমি, তুমি আর আমরা সবাই আছি থাকবো।
গ্লানিতে নয় সন্তুষ্টির তরুতলে এক‌ই ছাতার নিচে।
**********