শিক্ষা গুরু জেগে উঠো,
সমাজটাকে আজ তাকিয়ে দ‍্যখো।
জাগো গুরু! জাগো তুমি,
বিদ্যালয় যে তোমার কর্মভূমি।
শিশুর মুখে কচি হাসি-
প্রাণটি ভরে যে ভালোবাসি।
দেশের জাতির চিন্তা গুলো,
সফল করবো জ্বালিয়ে আলো।
পড়তে নারাজ চপল শিশু,
শিক্ষক তাকেই শেখান কিছু।
গল্প গুজব কথা বলা,
খেলার ছলেই শিখিয়ে ফেলা।
জীবন পথের কালো আঁধারে,
ভাসিয়ে দিও জ্ঞান সাগরে।
শেখার জানার রঙিন নেশায়,
জীবন ভরে উচ্চ আশায়।
তোমার আর্দশে চলা শুরু,
ধন‍্য তুমি শিক্ষা গুরু।


         *********
নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
   তাং: ১১/১১/২০১৭
        সকাল-৫.২৬