লঙ্কা পুড়িল সেদিন পাপের কারণ,
রাবণ বধ‍ হলেন কৌশলী রণে।
রাক্ষস রক্তে ভাসিল ঐ স্বর্ণলঙ্কা,
রাম ফিরিলেন বাজিয়ে বিজয়ী ডঙ্কা।
ছিলনা সেদিন কামান আর বন্ধুক,
স্বর্ণমুদ্রা ভরা ছিল রাজার সিন্ধুক।
সকলেই রাক্ষস ভয়ে থরথর কাঁপে,
হনুমান হেসে সেদিন এসেছিলেন হেসে।
বীরশ্রেষ্ঠের পুচ্ছ মুখ অগ্নিদগ্ধ হলো,
রাম সীতা পুণঃমিলন ভক্ত দেখিলো।


***********
তাং: ‌৩/০৯/২০১৮ ইং
১৭ ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল:৯.১২ ঘটিকা
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত