ধ্বংস স্তূপ! চারিদিকে ছড়ানো রয়েছে উত্তপ্ত ছাই,
আমি খোঁজে চলি তাতেই অবশিষ্ট জীবনের ঠাঁই।
গতিময় দূর্বার যৌবন স্রোতের বিপরীতে ধাবমান,
সুখে দুঃখে ভালোবাসা জড়ানো কতনা অভিমান।
ঊনিশের আনন্দে ঘুমিয়েছে কেউ বুঝি ফুটপাতে,
নবীনের ঐ ডাকে আমিও রয়েছি জেগে এ রাতে!
জয় পরাজয় মিলনে ও বিচ্ছেদ জীবনের অভিধান,
হেরে ও বিজয়ী আমি-তাই গাহি নতুনের জয়গান।


********


তাং: ০১/০১/২০১৯ ইং
সকাল-৫.৪৫
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত