তুমি কি শুনেছ কখনো,
        নিঃশব্দ আওয়াজ?
আমি জানি না তোমার
        মনের কথা।
তবু আমি শুনি যেন
        বারেবারে আজ,
তোমার ঐ নিঃশব্দ কথা।
        চিৎকার করে,
দুচোখ তোমার প্রতিবার বলে-
        'দেখতে চাই
আমি-সুন্দর সাজানো সংসার
        স্বামী বাড়ি।'
দাঁত কপাটি মারা ঠোঁটে
        তুমি বলো
'প্রিয় ভালোবাসি আমি,তুমি
        বুঝে নাও
মুখে তালা মোর আজ
        জীবন দুয়ারে।'
কোমল ত্বক কাঁপে তোমার
        স্পর্শের তাগিদে।
নিঃশব্দ আওয়াজ যত উচ্চারিত,
         আজ নাদে।
তবু তুমি কথা বলোনা,
         বলোনা প্রিয়ে।
নিঃশব্দে জীবনের পথ চলা
         ইশারা ইঙ্গিতে।
        -----  ^^^^^^-----
    নিজ বাসভবন, ধ‍র্মনগর
        উত্তর ত্রিপুরা, ভারত
        তাং: ১২/১০/২০১৭
              সন্ধ‍্যা-০৮.১৯