রাত পোহাতে অনেক বাকি,
তবুও জেগে উঠি আমি।
তুমি আছ বহু দূরে,
রাত পোহালে আরোও
দূরে যাবে জানি।
হ‍্যাঁ, তুমিও জেগে ব‍্যস্ত এখন,
নতুন চুড়িদার পড়তে;
রঙের ম‍্যাচিং করে।
বেরিয়ে পড়ি বিদায় জানতে,
ঐ বজ্র নির্ঘোষ প্রভাতে;
বৃষ্টি বিন্দুর ফাঁকে!
তুমি যাবে বহু দূরে আজ,
কোন এক অভিষ্টের পথে।
ইচ্ছা, চেতনা বা ভালোবাসা,
অভাব তো ছিল না কিছুর,
শুধু পেলাম না একটু সুযোগ।
বজ্রের হৃদ-ফাটা ডঙ্কার আর
ঝড়ো বৃষ্টি জলে ভেজা আমি।
তবুও তৃষ্ণার্ত হয়ে ফিরে যেতে,
বাধ‍্য আমি সন্মানের তাগিদে;
তোমাকে বিদায় না জানিয়েই।