মানুষ পৃথিবীতে শেষ হয়ে যায়নি এখনো আছে- একথা আমি গতকাল ৩০/০৫/২০২২ ইং টের পেয়েছিলাম ‘স্রোত প্রকাশনা’-এর কর্ণধার গোবিন্দ ধর মহাশয় এর বাড়িতে গিয়ে।এটা ছিল আমার দ্বিতীয় বার দাদার বাড়িতে যাওয়া, প্রথম বার গিয়েছিলাম একটি কবিতার বই প্রকাশের জন্য, সেটা তখন করতে পারিনি অর্থনৈতিক কারণে।এবার দাদা বলেছিলে যারা আগ্রহী তাদের তিনি নিঃশর্ত ১০০-১৫০ সংখ্যক বই দেবেন যদি কেউ লাইব্রেরী করেন। আমি আসলে বই পাগল তাই ছুটে গেলাম কুমারঘাট- হালাইমুড়া ভারত-বাংলায় সকলের পরিচিত কবি, লেখক, সম্পাদক, প্রকাশক গোবিন্দ ধর মহাশয় এর বাড়িতে।আমরা যারা লেখালেখি করি বা বই প্রেমিক তাদের জন্য উনার বাড়ি তীর্থ ক্ষেত্র বললে ভুল হবে না।তিনি আমাকে ১৫৮টি বই যার মুদ্রিত মূল্য ১৮৮৬৭/- টাকা নিঃশর্তে দান করেন। প্রসঙ্গতঃ বলি, আমরা যখন ট্রেনে,যাত্রা করি দৈবাৎ কোন অন্ধ বিকলাঙ্গ গান শোনানোর পর ২টি টাকার সাহায্য চায়, আমরা দিতে বিরক্ত হয়- এই প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে আমি গোবিন্দ ধর মহাশয় এর উদ্যোগকে মহান না বলে পারি না। তিনি আমার ‘মঙ্গলদীপ প্রকাশনা’ সংস্থাকে সুদৃঢ় করবার জন্য প্রয়োজনীয় উপদেশ দিয়েছেন।দাদার পরিবারের সকল সদস্যের আতিথেয়তায় আমি আপ্লুত- দুবার চা পান করলাম, দুপুরে খাবার জন্য খুব করে পরিবারের সকলে মিলে বলেছিলেন কিন্তু আমি সেটা ভবিষ্যতের জন্য রেখে আসলাম। আমি আলাদা আলাদা টাইটেলের প্রত্যেকটি বই ভালো করে পড়ে লেখক/কবি, প্রকাশক, প্রকাশন সংস্থা এবং বিষয় বস্তু নিয়ে আলোচনা রাখার চেষ্টা করবো।সবশেষে বলবো – ভালো বই এবং ভালো মানুষ একত্রে সমাজ সভ্যতাকে গতিশীল করে তুলে; গোবিন্দ ধর মহাশয় আমার চোখে দেখা উদাহরণ।


আমি গোবিন্দ ধরের সংক্ষিপ্ত জীবন রচনা ও পাওয়া সম্মান / পুরস্কার গুলো নিয়ে যা জানতে পেরেছি তা আপনাদের সামনে উপস্থাপন করলাম-
নামঃ --   গোবিন্দ ধর
পিতা:--  দক্ষিণা রঞ্জন ধর
মাতা:--  সুষমারাণী ধর
জন্ম: -- ৩০শে জুলাই ১৯৭১
জন্মস্থান :অফিশটিলা,ধর্মনগর,উত্তর ত্রিপুরা।
স্কুল:রাতাছড়া দ্বাদশশ্রেণি বিদ্যালয়।বর্তমান হাজিবাড়ি দ্বাদশশ্রেণি বিদ্যালয়।
পেশা:শিক্ষকতা।
প্রথম শিক্ষক জীবন:উত্তর রাতাছড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়:১৯৯১।


প্রথম প্রকাশিত রচনা:১৯৯১
প্রথম বই:জলঘর:২০০৭(কবিতা সংকলন)।


ছদ্মনাম:চৈতন্য ফকির


সম্পাদিত কাগজ:
--------------------------
স্রোত
স্রোত.f
স্রোhttp://xn--45b.com/
কবিতাঘর
কুসুম
বাংলাভাষা
বইবাড়ি
অন্যপাঠ
উৎসব সমাচার
ভাষাচর্চা


প্রাতিষ্ঠানিক সম্পৃক্তি
----------------------------


ত্রিপুরা রবীন্দ্র পরিষদ :আজীবন সদস্য
সুতপাঃআজীবন গ্রাহক
স্রোতস্বিনী সাংস্কৃতিক সংস্থা :সম্পাদক
মহামায়া নাট্য সংস্থা :সম্পাদক
স্রোত:সম্পাদক
স্রোত পরিবার:সম্পাদক
স্রোত বন্ধু দল:সম্পাদক
দোলনা:উপদেশক
কুসুম:উপদেশক
কবিতাঘর:উপদেশক
বইবাড়ি:কর্ণধার
স্রোত.f.:সম্পাদক
স্রোত.com:সম্পাদক
উৎসব সমাচার:সম্পাদক
অন্যপাঠ:কর্ণধার
বাংলাভাষা:সম্পাদক
গ্রাফিপ্রিন্ট:উপদেশক
ত্রিপুরার পুঁথি-পাণ্ডুলিপি গবেষণা কেন্দ্র:সংগ্রাহক
উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন গবেষণা ও চর্চা কেন্দ্র:সংগ্রাহক
বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ
কুমারঘাট শাখা:সম্পাদক
সৃষ্টিলোক সাংস্কৃতিক সংস্থা :সহসভাপতি
ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ড:সম্পাদক
উত্তর পূর্বাঞ্চলীয় প্রকাশনা সংসদ:কার্যকরী সদস্য
দেও-মনু সাহিত্য মঞ্চ:কার্যকরী সদস্য
আন্তর্জাতিক মাতৃভাষা চর্চা সমন্বয় পরিষদ:কেন্দ্রীয় কমিটি,সদস্য
ত্রিপুরা পাবলিশার্স গিল্ড:সদস্য
শ্রীহট্টীয় সাহিত্য-সংস্কৃতি পরিষদ :কার্যকরী সদস্য


স্রোত বিশেষ সংখ্যা
--------------------------


(১)হিমাদ্রি দেব সম্মামনা সংখ্যা


(২)ত্রিপুরার প্রথম কবিতা পত্র জোনালি সমগ্র


(৩)পীযুষ রাউত উজ্জ্বল উদ্ধার


(৪)আসামের অস্থির সময়ের কথকতা


(৫)সাক্ষাৎকার সংখ্যা


(৬)ত্রিপুরার লিটল ম্যাগাজিন সংখ্যা


(৭)ত্রিপুরার উপন্যাস সংখ্যা


(৮)শ্যামল ভট্টাচার্য সম্নাননা সংখ্যা


(৯)দক্ষিণারঞ্জন ধর স্মৃতি গল্প সংখ্যা


(১০)কুমারঘাট উৎসব সংখ্যা


(১১)ত্রিপুরার মহিলা কবিদের কবিতা


(১২)স্রোত রজতজয়ন্তী বর্ষ সংখ্যা


(১৩)তপন বাগচী সম্মাননা সংখ্যা


(১৪)গণ মানুষের কবি দিলীপ দাস সংখ্যা


(১৫)ত্রিপুরার পাঁচ জন কবি সাহিত্যিক সংখ্যা


কবিতা সংকলন:
----------------------
(১)জলঘর
(২)সূর্যসেন লেন
(৩)দ্রোহববীজ পুঁতে রাখি,একা
(৪)মনসুনমাছি
(৫)শ্রীচরণেষু বাবা
(৬)আনোয়ারা নামের মেয়েটি
(৭)দেওনদীসমগ্র
(৮)আষাঢ়ের দিনলিপি


যৌথ কবিতা সংকলন:
-------------------------------


(১)মেঘ বৃষ্টি রোদ
(২)গোপন জোছনা
(৩)তামাদি হয়নি যে ভালোবাসা
(৪)কখনো পাহাড় কখনো নদী
(৫)এই সময়ের বত্রিশ জন কবির কবিতা
(৬)আঞ্চলিক ভাষার কবিতা
(৭)শেখড়ের ধ্বনি
(৮)কবিতা :২০০১/২০০২/২০০৩/২০০৯/২০১০
(৯)সমকালীন পনেরজন কবির কবিতা
(১০)ত্রিপুরার আবৃত্তির কবিতা


আবৃত্তির অডিও সিডি:
-------------------------------


(১)দ্রোহবীজ:২০১৭
(২)আত্মদ্রোহ:২০১৭
(৩)শ্রীচরণেষু:২০১৭


ছড়া সংকলন:
--------------------


(১)থইথই ছড়া
(২)তোমার উনিশ আমার একুশ


যৌথ ছড়া সংকলন:
---------------------------


(১)এই শতাব্দীর ছড়া


প্রবন্ধ ও গবেষণা:
------------------------


(১)শ্রীহট্টীয় লৌকিক সংস্কৃতি ও শব্দকোষ
(২)আত্মক্ষর
(৩)ত্রিপুরার লিটল ম্যাগাজিন
(৪)ত্রিপুরার সাহিত্যকোষ
(৫)ত্রিপুরার লেখক অভিধান
(৬)কুমারঘাটের ইতিবৃত্ত ও তথ্যপুঞ্জী
(৭)কুমারঘাটেরর স্থান নাম
(৮)ত্রিপুরার লিটল ম্যাগাজিন শিশুসাহিত্য ও অন্যান্য
(৯)আলোকিত বিজয় রায়


ছদ্মনামের আড়ালে:
---------------------------


(১)সময়ের গোল্লাছুট


সম্পাদিত:
----------------


(১)শতবর্ষের আলোকে সমর সেন:ফিরে দেখা
(২)হিমাদ্রি দেব রচনা সমগ্র
(৩)ত্রিপুরার প্রথম কবিতাপত্র জোনাকি সমগ্র
(৪)অনন্য অনিল সরকার
(৫)জননেতা দশরথ দেব:জীবন ও সংগ্রাম
(৬)কথাসাহিত্যিক শ্যামল ভট্টাচার্য
(৭)সমকালীন ত্রিপুরার পাঁচজন কবি সাহিত্যিক
(৮)পীযুষ রাউত উজ্জল উদ্ধার
(৯)বিকাশ জীবন(হাজিরা কামলা থেকে লেখাকর্মী)
(১০)কথাসাহিত্যে শ্যামল বৈদ্য
(১১)বাংলাসাহিত্যের অহংকার কথাসাহিত্যিক সেলিনা হোসেন


সম্মান ও পুরস্কার:
-------------------------


(১)কুমারঘাট নগর পঞ্চায়েত:২০০১
(১)অণির্বান দেশবার্তা:২০১০
(২)উত্তরণ :২০১২
(৩)প্রাণেরকথা:২০১৫
(৪)বিজয়া:২০১৬
(৫)বহ্নিশিখা সম্মান:২০১৭
(৬)কথাশিল্প(পশ্চিমবঙ্গ):২০১৭
(৭)সৃষ্টিলোক:২০১৭
(৮)ক্রিয়েটিভ :২০১২
(৯)ষষ্ট  উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন সম্মেলন(আসাম):২০১৬
(১০)বিশ্ব কবিমঞ্চ, আগরতলা শাখা সম্মান:২০১৭
(১১)সমভূমি সাহিত্য সম্মানঃ২০১৮
(১২)উত্তরবঙ্গ সাহিত্য সম্মান(পশ্চিমবঙ্গ) :২০১৮
(১৩)শব্দকোষ সাহিত্য সম্মান:২০১৮
(১৪)মণিহার সাহিত্য সম্মান:২০১৯
(১৫)উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন সম্মান(আসাম):২০১৯
(১৬)আন্তর্জাতিক ভাষাচর্চা সম্মান(আাসাম):২০১৯
(১৭)আন্তর্জাতিক মাতৃভাষা সম্মান(আসাম):২০১৯
(১৮)মাতৃভাষা সম্মান স্মারক (উদারবন্দ,আসাম):২০১৯
(১৯)বিশ্বনাথ দে স্মৃতি সাহিত্য পুরস্কার(সুতপা,ঝাড়খণ্ড):২০১৯


স্মারক সম্নাননা সংখ্যা


(১)ক্রিয়েটিভ :২০১২
গোবিন্দ ধর : নিষ্ঠ আলোকপাত


(২)মনুতট:২০১৮
কবি ও কথাকর্মী গোবিন্দ ধর সম্নাননা সংখ্যা


বাংলাদেশের পত্রপত্রিকায় কবিতা
-----------------------------------------------
তাপসী
যুগভেরী
কবিমঞ্চ
ভোরের আলো
উত্তর ভাবনা
কন্ঠসাধন পত্র
দেশ প্রসঙ্গ
সবুজের জয়যাত্রা
ভাটিয়াল
ময়মনিসংহের ‘স্বতন্ত্র’ পত্রিকায়(নদী সংখ্যা)
বঙ্গ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবার্ষিকী স্মারকগ্রন্থ


শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ১৮৮৬-১৯৭১:আত্মপ্রতিকৃতি


বাংলাদেশে প্রকাশিত প্রবন্ধ :
---------------------------------------


নৃপেন্দ্রলাল দাশ স্মারকগ্রন্থ


হাবীবুল্লাহ সিরাজী সংবর্ধনাগ্রন্থ


ভূপতিভূষণ বর্মা সংবর্ধনাগ্রন্থ


বাংলাদেশে সম্মান ও পুরস্কার
---------------------------------------


(১)বিশ্ব কবিমঞ্চ একুশে পদক:২০১৬
(২)কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতি পুরস্কার :২০১৬
(৩)বাংলাদেশ বুকক্লাব সম্মান:২০১৭
(৪)দক্ষিণ এশিয়া সাহিত্য সম্মান :২০১৭
(৫)বজ্রকথা সাহিত্য সম্নান:২০১৭
(৬)চট্রগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র সম্মানঃ২০১৭
(৭)সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়ি সাহিত্য সম্মান:২০১৭
(৮)কন্ঠসাধন সম্মান:২০১৮
(৯(বরমা বৈশাখী মেলা সম্মান:১৪২৪
(১০)উষসী সাহিত্য -সংস্কৃতি পর্ষদ সম্মান :২০১৮
(১১)সিলেট বইমেলা অতিথি সম্মান :২০১৯
(১২)জয়বাংলা ইয়থ এয়ার্ড:২০১৯


বাংলাদেশে  :আমন্ত্রিত অতিথি
----------------------------------------


চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র :২০১৭
দক্ষিণ এশিয় সাহিত্য উৎসব :২০১৭
ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি :২০১৭
কন্ঠসাধন আবৃত্তি উৎসব :২০১৮
উষসী আবৃত্তি উৎসব:১৪২৪
কবিমঞ্চ কবিতা আড্ডা :২০১৮
সিলেট বইমেলা:২০১৯
রৌদ্রজল বইপ্রকাশ:২০১৯


বাংলাদেশ ভ্রমণ :
------------------------


ঢাকা,বাংলাদেশ :২০১৭
রংপুরঃ২০১৭
চট্টগ্রাম :২০১৭
ব্রাহ্মণবাড়িয়া:২০১৭
কমিল্লা:২০১৭
কুমিল্লা :২০১৮
কুমিল্লা :২০১৯
একুশে বইমেলা :২০১৮
সিলেট:২০১৮
মৌলভীবাজার :২০১৮
ব্রাহ্মণবাড়িয়া:২০১৮
ব্রাহ্মণবাড়িয়া:২০১৯
একুশে বইমেলা:২০১৯
সিলিট:২০১৯


ভূটান আমন্ত্রিত ভ্রমন
------------------------------


জয়গা ও ক্যরন সন্নিকট অঞ্চল:২০১৮


গোবিন্দ ধরের কবিতা আবৃত্তি যারা করলেন


মহুয়া দাস
প্রবীর পাল
গৌতম ভট্টাচার্য
বেলায়েত হোসেন
সংঘমিত্রা চক্রবর্তী
রূপশ্রী চক্রবর্তী
আবু নাছের মানিক
পিনাকপাণি দেব
সংহিতা সিংহ
সুমিতা বর্ধন
সুতপা রায়
ইন্দ্রাণী চক্রবর্তী
জয়িতা দেব
মানসী কীর্তনী
পদ্মশ্রী মজুমদার
বৈশম্পয়ান চক্রবর্তী
বিদিশা সরকার
অনিন্দিতা দেবনাথ
নির্মাল্য চক্রবর্তী
অনিন্দিতা মোদক
বি এন হারিস
অপাংশু দেবনাথ
রুমী দেব
বিজন বোস



বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় অনুবাদ কবিতা আবৃত্তি


অর্চনা সিংহ


গোবিন্দ ধরের কথায় সুর দিলেন


পদ্মশ্রী মজুমদার
জয়ন্তকুমার ঘোষ
গীতশ্রী ভৌমিক
শাশ্বতী বানার্জী
দোলা বানার্জী