আধখানা মানুষটি ভালোবাসে এক পূর্ণ চেহারাকে
অবশ্য পূর্ণতা কি তার সঠিক উত্তরটাও পরিষ্কার ছিলনা।
তবে আকাশের দিকে তাকিয়ে ভেবেছিল-
‘পূর্ণতা মানেই আকাশ, যেখানে থাকবে মেঘেদের আনাগুনা
বৃষ্টি, বজ্রপাত আর উষ্ণতার ছড়াছড়ি’।
এখানে অভাব পূর্ণ ভালোবাসার জম্নদেয়
আবার ভালোবাসা ভাব-অভাবকে বাঁচিয়ে রাখে।