অনন্ত প্রতীক্ষায় আছি,
জানি না কখন পাবো দেখা।
জানি না আদেও পাবো কিনা।
তবু বসে থাকি পথ চেয়ে-
যদি কখনো মনে পড়ে,
যদি কখনো ধরা দাও।
ধরা দেওয়া দুর্বলতা নয়।
বাঁধা পড়াও নয় -
বন্ধনের মধ্যেও যে মুক্তি খোঁজা যায়।
উড়ে যাও, ছুঁয়ে দেখো আকাশের নীল।
তোমার স্বপ্নেরা ডানা মেলুক আদিগন্ত।
যেদিন পুরো আকাশ তোমার হবে,
সন্ধের ম্লান আলোয়, আমি জানি,
ছোট্ট নীড়ের কথা ঠিক তোমার মনে পড়বে।