ডাগর চোখে কাজল টানা
আলতো দুটি রাঙা পা,
পরনে তার ঢাকার শাড়ী
হাওয়ায় দুলে বধুর গা ।


পুকুর পাড়ে, নদীর ধারে
যায় সে বধু আপন মনে,
কালো কেশে মেঘের মেলা
মুচকি হাসি ক্ষনে ক্ষনে  ।


বাতাস যখন বয়ছে  বেশি
বধুর মনে অট্টহাসি,
হৃদয় তার নয় তো দুখি
প্রেম যেনো তার রাশি রাশি  ।


ডাকলে ফিরে টানা চোখে
দেখলেও যেনো না দেখে,
চুলগুলো তার এলো মেলো
ঢং দেখে তার পরীরা দুখে ।