এই মনের অন্ধকার কুটিরে
জ্বালালি তুই অগ্নিমশাল,
হয়ে গেলি প্রেমের বাতি
কে তুই বল ?


এই মনের তরীহীন খেয়াঘাটে
ভাসালি প্রেমের তরী উড়াইলি পাল,
নিয়ে গেলি স্বপ্নরাজ্যে
কে তুই বল ?


এই মনের উজাড় বিরানভূমিতে
তুই কোন সুস্বাদু ফল,
দিয়ে গেলি অপূর্ব স্বাদ
কে তুই বল  ?


এই মনের শূন্য মরুভূমিটা
করে তুই সবুজ-শ্যামল,
চলে গেলি না জানিয়ে
কে তুই বল  ?


আমার মনের উষ্ণ গলিতে
তুই কোন আসমুদ্রহিমাচল,
করে গেলি নিথর দেহ
কে তুই বল ?


ভালোবেসে চলে গেলি
নিস্তব্ধ হৃদয়টা আজ করে বাচাল,
তুই কোন রাজ্যের শ্রী মানবী
কে তুই বল  ?


তোর চলে যাওয়ায় আজ
শান্ত  মনটা হয়েছে চঞ্চল,
এটাই মোর শেষ প্রশ্ন
কে তুই বল ?