সৃষ্ট তার স্রষ্টাকে ভুলে বসেছে..
এই ভেবে সে যে করবে ক্ষমা আমাকে!!


পিদিম জ্বালিয়ে খুঁজি অমানিশায়
হয়তো আছে লুকিয়ে, মুক্তমনি ভরপুর সেথায়
কুঁড়িয়ে পেলাম সোনাদানা আরো কতো কি
ভেবে তো দেখিনি কখনো তা দিয়ে হবে কি?


পুড়ায়ে এলো পিদিম, নিভু নিভু করে...
সাজের সময় পেলাম নাকো
চলে এলাম প্রিয় ঠিকানায়, অন্তিম প্রিয় ঘরে!!


এম,আব্দুল গফুর।
প্রকাশকাল :২৪-০৭-১৫
আল-কাছিম,সৌদিআরব।