তোমাতেই পড়ে রয় মন সারাক্ষণ,
কতদিন মাখিনা পায়ে শিশির পরশ...
শীতল হয়না কাদামাখা শিহরণে পা'দুখানি!
হৃদয়ে করি লালন সকাল সন্ধ্যা হে জননী জন্মভূমি।


দূর তেপান্তর সুখের খেলাঘর খাঁচায় বন্দী দেহ, অপার সুখেও দেয়না মমতা তোমার মত কেহ!


তুমি ক্ষুদ্র তুমি নগণ্য তবুও অনন্য সন্তানেরা তা জানি,জন্মেছি তোর বুকে মাগো তাইতো মোরা ঋণী।