তোমার রাজ্যে আমি কার
তুমিতো ব্যস্ত তোমাতে পূর্ণ করতে অধিকার, শেকড়ের রসে..শুকনো লালসা ভিজিয়ে চলেছো অবিরাম
বদৌলতে ক্লান্ত আমি
তুমি নও ক্ষান্ত চাইছো শুধুই আরাম!


ঢাকের ন্যায় শব্দ ভীষণ তুমি পূত পবিত্র
চৌকশী প্রগাঢ় নিত্য তোমার ভাষণ
শ্রীহীন ঢাকের মহল করছে বিনাশ
করে চলেছে অসীম দূষণ!!


সাঁঝের বেলা নিকটে অতি দেবে আমায় মুক্ত ছুটি নিকেশের বেলা বলবো নাহয়
তোমার সকল ভ্রান্তি ত্রুটি
আমি চাই মুক্ত চরণ আমায় সে করবে বরণ যার জন্যে দিয়েছিলেম প্রাণ হয়েছে যতো রক্ত ক্ষরণ!!


ফেসবুক প্রকাশকাল :১৪-০৭-১৮ইং
সৌদিআরব।