দুনিয়ার আলো দেখিয়ে আমায়
যাচ্ছো কেনো ছেড়ে,
প্রাণে যে আর সহেনা মাগো
কলিজাটা যাচ্ছে ছিড়ে।


ক্যামনে রবে আমায় ছেড়ে একলা শূন্য ঘরে
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবি কি তুই আমায় মনে করে?


আমি নাহয় কাটিয়ে দেবো আর সকলে মিশে,
তুই কাটাবি ক্যামনে ওমা অজানা সেই দেশে?


সেই ভাবনায় কাটেনা দিন কাটেনা মোর নিশি
ভালবাসি পাগলি তোরে প্রাণের চেয়েও বেশি।


ভাল থেকো যেথায় থাকো, প্রাণের ভাবনা
প্রভুর কাছে রইল মায়ের, জান্নাত কামনা।


এম,আব্দুল গফুর।
এফ বি,২৭-০৩-২০১৭
সৌদিআরব।