ধরণীর বুকে মেলা,চলছে হরধম আপন খেলা,
নিত্যকার আসা যাওয়ার লীলা
স্ব-নেত্র সয়ংদ্রষ্টা তবুও অবহেলা!!


পিদিম জ্বালিয়েছে সেই কবে,হয়তো যাবে নিভে ভবপারের মেলা-ঘরে কোন এক খেলার ছলে।


শতসহস্র প্রাণের বাঁধন যাবে সব ছিঁড়ে,
কলজে থাকা মমতার বিশাল জমিন ঘিরে।


অশ্রুঝরা বোঁবা চোখে ছেড়ে আসবে দূরে!
সাধ্য রবেনা রইতে বাহুডোরে কিবা আপন দুয়ারে।


নিয়তাচারে নির্মম তার খেলা,শ'য়ের সবটুকুন তারি কাছে, একাংশের অফুরন্ত ঠেলা!!
তাতেই মজিয়া প্রাণ মিলাই কত প্রাণের মেলা!!