আমি যে চিরঋণী,
জন্ম হতে ঐ চৌপায়ার আয়াসলব্ধ সমাপনী,পদে পদে করলে ঋণী ওহে জননী।
অনির্ণেয় ছিলেম সেথায় তোমার সাহারায়, কুণ্ঠাহীন ইতস্ততঃ প্রাণ থাকতো সদা পাহারায়।


জীবন নদীর খেয়াঘাটে পাড়ের প্রতীক্ষায়,প্রাণটা বুঝি যাবে চলে, যাকনা তবেঁ, সুতোয় বাঁধা ভাত্যংশ যেনো প্রাণে রক্ষা পায়।


জনম ভরে বাঁধলে বাঁধন হয়ে দুঃখিনী
পদে পদে করলে ঋণী ওহে জননী!


সুরলোকের ও চেয়ে দামী কদম দুখানি,
কিঞ্চিন্মাত্র পাইলে পরশ সার্থক জীবনী।