কাঁদলে মন অনেক ফ্রেশ হয়


কে যেন বলেছিলো, মন মরুভূমি হয়ে যাক গোধূলিবেলার নিস্তব্ধ কুহেলিকায়,
আমি নিদারুণ শীতে, ভালোলাগার উপেক্ষিত বেলকনি বেয়ে ওঠে নিষ্ঠুর ভালোবাসা
অথচ চাঁদ হাসে আকাশে, খোলা আকাশ, নির্মল আকাশ, সবাইকে কাছে টানে, দূরে রাখে শুধু আমায়
বিরহ জঞ্জালে
তারপর বৃষ্টি নামে, ঝুম বৃষ্টিতে ধুয়ে যায় ভালোবাসা, ছুঁয়ে যায় অশান্ত আত্মা, রয়ে যায় শুধু আমার দুঃখেরা


অতঃপর, কাঁদলে মন অনেক ফ্রেশ হয়