আমিও প্রতিবাদ করতে জানি
কিন্তু প্রতিশোধের মোহ নেই আমার,
বিভক্ত জাতির এক বিভক্ত সন্তান আমি
তাই একক বিদ্রোহেই স্বপ্ন দেখি স্বাধীনতার।


হে প্রভু,
নির্যাতনের শেষ মাত্রাটুকুও কৗ দেখাতে চাও?
ফিলিস্তিনি যে শিশুটি মায়ের স্তন হতেই মুখ বের করেনি
তার মুখও আজ রক্তাক্ত ,
শিশু আজ মায়ের কোলেও নিরাপদ নয়
মায়ের কোল এখন রক্তস্রোতের দখলে।


যে মেয়েটি সদ্য কিশোরীত্য পার করে
নতুন এক ঘরের ঘরকন্না
সে ঘরও নৃশংস নির্যাতনের কবলে ঊরে গেছে
চারদিকে লাশের ছড়াছড়ি
শকুনেরাও ভয় পায় কাছে আসতে,
গাজার আকাশে পাখির বদলে ওড়ে যুদ্ধবিমান
সেখানে বাতাস স্বাধীনতা হারিয়ে ভিন্নমাত্রায় বয়
বাতাসে শুধু বারুদের গন্ধ,


হে প্রভু!
আর্ত বিনৗত স্বরে মযলুমের এ প্রার্থনা শোনো
প্রত্যহ অশ্রু মাখা চোখে আশার রেখায়
শুধু তোমার কাছেই আকুতি
আমরা এই যায়নবাদের ধ্বংস চাই
মরুভূমির চোরাবালিতে হারাক
ইস্রাঈলি আগ্রাসন
পৃথিবী শান্ত হোক,