আরো এক বনলতার খোঁজে আমি,
যখন টোয়াইলাইটের মৃদু আলোয় সন্ধ্যাতারা হাসতে থাকে
তখন ফাকামঞ্চে প্রেমিক কবি রক্তাক্ত সেরেনাদে
ছদ্মবেশী উলুখাগড়া এড়িয়ে
সোহাগরাত্রিতে জড়িয়ে বিহ্বল রিক্ত প্রেমাতুরা
গিরিখাত ছাওয়া উপত্যকায় ব্যার্থ কুয়াশায় স্নান সেরে
ঢাকা টু নাটোরের ছায়াঘেরা পথে আমি চাঁদের আলো ফেলে চলি না,
আমি অন্য কোথাও খুঁজি আমার বনলতাকে,
হয়তো মোমেনশাহীর বাসনাকুঞ্জে
দৈবদুর্যোগের বিকেলগুলোতে
হৃদপুষ্পের আভা-ফোটা অবয়বে
দুঃখদহনের সুরটুকু ভিজিয়ে
বিনিদ্র দশটি নীলপদ্মের পাশে পাবো আমার বনলতাকে!!
বনফুলের গাঁ ছুঁয়ে যখন চলে যায়
বসন্তের কোকিল,
তখন বোশেখের আগমনী বার্তার কঠোর রোদ্রে
আমি ছায়াতরু বিছায়ে
অবসাদ-উদাস কন্ঠে আহবানি হয়ে
রবিঠাকুরের গলায় গলা মিলাই,
"এসো নীপবনে,ছায়া বীথি তলে,এসো _______"
এসো সতত নয়নো-দর্পনে।
সে কি আসবে__আমার বনলতা,আমার এ মনে__???????????