আমিও আজ কিছু বলতে চাই
আনমনা প্রকৃতি আর চুপ থাকতে চায়না,
বাতাসে পঁচা লাশের গন্ধ
শকুনগুলো ঘুরঘুর করছে,
ব্যাস্ত সময় আজ জাগ্রত
প্রচুর মদ্যপানে যে ঘুমোঘুমো চোখ মেলে আছে,
সেও প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর।
তার ভাইয়ের রক্তে রাঙ্গানো পথঘাট সে আর দেখতে চায়না।


হে জালিম শাসক!
বেশ্যার দালাল
পৃথিবী যেদিন ক্ষতিপূরণ চাইবে,
সেদিন প্রশান্ত ভরিয়ে দেব তোদের রক্তে।


হে বিশ্ব চেতনা!
জাতিসংঘের বিবেকটা ধরে নাড়া দাও!
তোমরা একটা কুকুর মরলেও মানবাধিকারের গান গাও,
অথচ, আজ বার্মা,ফিলিস্তিন, সিরিয়া, ইরাক-ইরানে 
মানুষের জীবন হাতের মুঠোয় রাখতে বাধ্য করা হচ্ছে।
চারদিকে লাশের স্তুপ
যুদ্ধবিমান
বারুদের গন্ধ
খুবলে যাওয়া খুলি
কয়েকটা কুকুর
কয়েকটা শকুন
পাখিহীন আকাশ
নীলহীন আকাশ
মেঘহীন আকাশ
আকাশে আর বাতাসে শুধু কান্নার শব্দ
এটাই হয়তো মানবাধিকার!
হে বিশ্ব চেতনা!
এ রক্তপাতের প্রতি তুমি উদাসীন কেন?


এখানে রাত বলে কিছু নেই
ঘুম বলে কিছু নেই
শান্তি বলে কিছু নেই
সান্তনা বলে কিছু নেই,
আছে শুধু অশ্রু
আছে শুধু কান্না
আছে শুধু মরুভূমি
আর মরীচিকা!
এবং মিথ্যা আশ্বাস।


এটাই হয়তো মানবাধিকার!
অথচ পশ্চিম!
তুমি পরিহাস কর।


হে পশ্চিমা, অথবা জাতিসংঘ!
আমি আজ কিছু বলতে চাই
আমরা আজ কিছু বলতে চাই
তুমি কি শুনবে??
ভুমধ্যসাগরের পাড়ঘেসে যখন উড়তে পারবে একটি শকুন,
সম্পুর্ণ নির্ভয়ে,
কিংবা মরুভূমিতে একটি উটের সাথে একটি মানুষ,
তখন আমি বা আমরা শান্ত হবো।
কিন্তু আজ বলতে চাই।