চোখ খুলে দেখো
দিলখোশ বাতাসে উড়িয়ে নেই প্রেমের পত্রালি,
মন খুলে দেখো
মেঘনীল অবনীতে জরিয়ে নেই গোপন অঞ্জলি।


নীলাচলে বেঁধে রাখা আদরে
নরম ঠোঁটে ঢাকা চাদরে
আধডুব ব্যথাতুর সরোবরে মিলি;


ইলা, জীবন খুলে নাও তুমি
বামপিঠে লেগে থাকা ছোট্ট তিলে
আমাকে বেঁধে নাও তুমি
দিলখোশ বাতাসে উড়িয়ে প্রেমের পত্রালি।


পার্কের আঁধারে দুষ্টু লালা
লিপকিসে গেঁথে যায় মিথ্যে মালা
আধডুব ব্যথাতুর সরোবরে মিলি;


ইলা, জীবন খুলে নাও তুমি
এইবুকে নিশ্বাস ফেলে, উষ্ণবীর্যে
আমাকে বেঁধে নাও তুমি
দিলখোশ বাতাসে উড়িয়ে প্রেমের পত্রালি।


ওড়নায় লুকিয়ে দুঃখের কারণ
অযথা বারবার করো যে বারণ
আধডুব ব্যথাতুর সরোবরে মিলি;


ইলা, জীবন খুলে নাও তুমি
লজ্জার সঞ্চয় এই হাতে দিয়ে
আমাকে বেঁধে নাও তুমি
দিলখোশ বাতাসে উড়িয়ে প্রেমের পত্রালি


(কবিতাটি বইমেলা-২০১৭ তে প্রকাশিত আমার প্রথম কাব্যগ্রন্থ "ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা" এর নামকবিতা।"