'মন' দেখিনি তবে পাথর দেখেছি,
শুনেছি মন পাথরের মতনও হয়!
তাহলে কি মন গোলগাল পাথর পীন্ড ?
নাকি নিরাকার কিছু স্বপ্ন!
যা ভেঙ্গে যায়,মরে যায়,ছিঁড়ে যায়,
তবে কখনো তাতে নিরাময় লাগাতে দেখিনি।
মন কখনো ছুঁতে পারিনি,
তবে সেটা নাকি কোমল হয়।
সিদ্ধ ডিমের মত নরম হয়, বরফের মত শীতল হয়,
আবার কখনো অশ্রু জলের সাথে গড়িয়ে পড়া কিছু স্বপ্ন হয়।
মন সে তো আকাশের মতন বিশাল,
যেখানে মাঝে দুঃখের রাত হয়,
সুখের একটা সকাল হয়,
রঙ্গিন কিছু তারা হয়, পূর্ণিমা সেই চাঁদ হয়,
আশার রবির কিরণ হয়,
তবে কি তাই?
নাকি স্বপ্নের রাত জাগা কল্পনার কিছু পাখি,
কারো মুখে হাসি,আর কারো অশ্রু ভারা আঁখি।
মন খানিকটা সমুদ্রের সাথে তুলনা হয়,
সেখানে কিছু উথালপাতাল ঢেউ রয়,
মৃদু বাতাস বয়,প্রলয়ের মত ঘূর্ণিঝড় হয়,
মন সে তো পাখির মতন,
যেদিকে ইচ্ছে উড়ে যাই,
মাঝে আবার হারিয়ে যায়,
কখনো আবার একা বসে থাকতে চাই।
এই সেই কেমন মন?
যাকে আগলে বেঁচে থাকতে হয়।