বাবু মানে ছোট্ট বাবু
                   আদর সবাই করে !
ময়না পাখি দিব্বি ডাকে
                   স্বভাব থেকে বটে,
ছোট মানে খুবই ছোট
                   কোলের পরে থাকে !
যাদু টুনি মাঝে মাঝে
                   বাবু বলেই ডাকে।


বাবু আর ছোটোর মাঝে
                   অনেক তফাৎ আছে !
পিতা মাতা বাবু ডাকে
                   ছোট বলে তাকে,
আবু বাবু সবাই বাবু
                   কালের চক্র বাকে !
বেশি বাবু তখন ডাকে
                   প্রণয় শুরু হলে।


            বাবু এখন বড় তবে
            সবাই নামে ডাকে  
            এখন বাবু শুধুই বাবু
             প্রিয়তমার কাছে।


             বাবু তবে বদল হবে
              মনের অমিল হলে !
              নতুন বাবু ডাকবে তাকে
              যত্ন নিবে যাকে।


বাবু আবার আব্বু হবে
                     সময় নিবে মাঝে !
দাদু বলেও ডাকবে তাকে
                      বুড় হলে শেষে।