পথ শিশুর!
প্রতি ফোঁটা অশ্রুতে বেঁচে থাকার অপ্রাণ চেষ্টা
মানুষের ভয়ানক মৃত্যু দেখে কাতর;
ভয়াত  চেহারা আড়ালে
চোখে মুখে ঘৃণা আর প্রতিশোধের আগুন,
হৃদয় ভাঙ্গা কান্নার বাণী ………

আমি নিঃস্ব ,আমি অসহায়
আমি পাইনি  মন্যুসুত্বের পরিচয়,
আমি দেখেছি  অসহায় মানুষের করুণ মৃত্যু
দেখেছি হিংস্র দানবের মৃত্যু কামড়
আকাশে বাতাসে  শকুনের মিছিল  !!!


শুনেছি এক হাত উড়ে যাওয়া
মাসুদের আর্ত-চিৎকার
অনুভব করেছি মাটিতে পড়া,
রক্তাক্ত শরীরের হ্রদ কম্পন ,
না মরার চেষ্টা !!!


বাতাসে মৃত্যুর ঘ্রাণ
সু-করুন সুর; বাঁচতে চাই ,আমি বাঁচতে চাই!!


আমি শ্রান্ত,ক্লান্ত,পরিশ্রান্ত
আমি এর শেষ দেখতে চাই!
চালা গুলি আমার বক্ষদেশে
বিচ্ছিন্না করে দে আমর ধড়-মাথা ,
বন্ধ করে দে আমার হৃদপিণ্ডের প্রতিটা স্পন্দন !!!


আমি,আমি বাঁচতে চাই না
আমি মরতে চাই
আমি তো মরে যাচ্ছি; তবে বলে যাচ্ছি
দেখে নেব তোদের
হিসাব নেব প্রতিটা নিথর দেহের,
গুনে নেব প্রত্যেকটা অত্যাচারের ক্ষুদ্র দানা !।


ধংস হয়ে যাবি
শুধু তুই না,
তোর সম্রায্য, রক্তের বংশধর
তোর প্রতিটা অনুচারী,সহচারী,সহযোগী
বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না এই,
ভয়ানক পাপের শাস্তি থেকে;
তুই বাঁচবি না, তোরা কেও !!।


পিতার সামনে সন্তানের বুকে বুলেটের আঘাত,
নিথর মাতৃ দেহের পাশে
ক্রন্দনরত ছোট্ট শিশুর অভিশাপ;
তুই বাঁচবি না, বাঁচবি না !!!


মানুষ হয়ে মানুষ হত্যা,
মানুষের রক্ত নিয়ে হলি খেলা ?
এ যে ভয়ানক,ভয়ার্তক,হৃদয় বিদারক;
তুই ধংস হ,অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছারখার হ
তোর জন্য ধিক্কার,হৃদয় নিংড়ানো অভিশাপ  
দুনিয়াতেই তোর,                                                          
নরক বাস হোক!!! ।