টুনটুনি টুনটুনি বারেক ফিরে চাও
সকাল সন্ধ্যায় গুনগুনিয়ে কোথায় তুমি যাও?
কলিমদ্দিনের সুপারী গাছে আছে আমার গাও

টুনটুনি টুনটুনি পিয়ারা তুমি খাও?
কলিমদ্দিনের পেয়ারা বাগানে আছে আমার ছাও

টুনটুনি টুনটুনি সকালে তুমি গাও?
সকালবেলা খাবার খোঁজে গুনগুনিয়ে যায়।

টুনটুনি টুনটুনি আবার ফিরে চাও
সাঁঝের বেলা ফেরার পথে ভিড়িও তোমার নাও।

২১-০৫-২০২৫