আশ্রয়হীনের অশ্রেয় আশ্রয়


-----------------------------------------------------
জন্ম হতে অদ্যাবধি, জন্ম দাতার অনাশ্রয়ে-
পরাশ্রিত অবস্থায় আছে নিজ আলয়ে,
অার্থিক অস্বচ্ছলতায় আর্ত পথিক
আশ্রিত হয়েছে অশ্রেয় অাশ্রয়ে।
নিষ্ঠুর নির্মম কলঙ্কযুক্ত প্রহসনের অাশ্রয়ে
নাহি তার নিরাপদ আশ্রয়।
আশ্রয়হীনের অশ্রেয় আশ্রয় ছিল বটে
তবে তা নিতান্তই অবান্তর।
রুদ্ধশ্বাস বর্বরোচিত অন্ধকার পরিবেশে
শত অসহায়তা অনাদর অবহেলা মন কষ্টে,
সমাজের অবজ্ঞা ঘৃণা সমালোচনার গ্লানি টেনে
পথিকের জীবনাবসান হচ্ছে অপসংস্কৃতিতে।


ভালবাসাসিক্ত সুখ সমৃদ্ধ আশ্রয়ে
আপন ভুবনে সুখের আলয়ে,
আসক্ত পথিক চেয়েছিল নিরাপদ আশ্রয়
পরাশ্রিত হতভাগার ভাগ্যে নাহি সুখালয়।
ভোগান্তির অন্তহীন পুড়া কপালে
সুখ নাহি অন্যের নিরানন্দ আলয়ে।
পথ হারা ক্লান্ত পথিক-
চেয়েছিল আশ্রয় হয়েছে নিরাশ্রয়।
রঙ্গলীলার আশ্রমে পথিক তুমি আশ্রয়ার্থী,
আশ্রিতা অবস্থায় বেঁচে আছ হয়ে সুখপ্রার্থী।
ক্ষণস্থায়ী ধ্বংসাত্মক আশ্রয়ে মরার মত বাঁচে
বাঁচতে চেয়ে মরতে বসে মরতে মরতে বাঁচে।


----------------------------------------------------
পথিক
১৪.০৫.১৭
কলমাকান্দা, নেত্রকোণা।