বৃষ্টির অপেক্ষায়


কথা ছিল, কোন এক বষর্ণমুখর দিনে
দু'জনে বৃষ্টিতে ভিজে একাকার হব।
বৃষ্টিতে ভিজে ভিজে আম কুড়াব
বাড়ির দক্ষিণে পুকুরে সাঁতার কাটব,
পুকুর থেকে পদ্ম পাতা তুলে আনব।
বৃষ্টি স্নাত তুমি দেখতে আরো মোহনীয় হবে
তোমার অনিন্দ্য অপরুপ দেহে -
বৃষ্টি ভিজা বস্ত্র মিশে একাকার হবে।
তোমার ভিজা শরীরের প্রতিটি পরত দৃশ্যমান হবে
বস্ত্রের নিচে ভাঁজ হয়ে থাকা নাভি সুপষ্ট হবে,
স্তনযুগল ভিজা কাপড়কে আড়াল করে উকি দিবে।
তোমার বৃষ্টি ভিজা অপরুপ দেহটা...
মোহনীয়, কোমলীয়, আকর্ষণীয় ও আবেদনমযী হয়ে সাড়া জাগাবে।


কথা ছিল বৃষ্টির দিনে
তুমি আর আমি ব্যালকনিতে বসে-
বৃষ্টির গান শোনব,
হেমন্ত, মান্না দে, রবীন্দ্রনাথ ও শ্রীকান্তের গান।
গল্প করব; ভালবাসার নানান রঙ্গিন গল্প।
মাঝে মাঝে তুমি সুমধুর কন্ঠে কবিতা আবৃত্তি করবে
আমি হব তোমার নিরব স্রোতা।
অকস্মাৎ তুমি চা হাতে-
নান্দনিক কায়দায় আপ্যায়ণ করবে;
সাথে একটু ঝালমুড়িও,
আমি বিমোহিত হয়ে তোমার আতিথেয়তায় বিমুগ্ধ হব।
অতপর দু'জন একান্ত নির্জনে
আপন ভুবনে সুখের স্বর্গে
অজানা সুখে ভেসে যাব।
তাহারপর আবিষ্কার করব-
নতুন এক স্বর্গের পৃথিবী।


আজ সকলি আছে,
বৃষ্টি আছে
পুকুর আছে
স্বপ্ন আছে;
সেই আম বাগানটাও আছে,
আমিও আছি
মৃত প্রায় আমি।
শুধু তুমি নেই!
নেই তোমার অকৃত্রিম ভালবাসা,
জগতের রহস্যময় খেলাঘরে
সবই বিস্মৃতি হয়ে গেছে।
আমার নিখাদ ভালবাসা বধ করেছে-
অর্থ - প্রাচুর্য, লোভ - লালসা পূর্ণ
আজকের আমলাতান্ত্রিক সমাজের
ভদ্রবেশী নেবা নাঁদের আলী।
ধিক! ভালবাসা
ধিক! হে অভিশপ্ত নাঁদের আলী।


-------------------------------------------------------
পথিক
০৩/১২/২০২০
কলমাকান্দা, নেত্রকোণা।