জ্যোৎস্নার সান্নিধ্যে


জ্যোৎস্নালোকিত আলো জ্বলমল রাত্রি
চাঁদের আলোয় প্রজ্জ্বলিত বাশ বাগান।
বাতাবি লেবুর গন্ধে চারিদিক সুভাসিত
ঝিঁ ঝিঁ পোকার ডাকে কেটে যায় রাতের নিস্তব্ধতা।
মৃদু মন্দ বাতাসে শ্রুত হয় পাতার মর্মর ধ্বনি
শোন শান নিরবতায় অপরুপ প্রকৃতির সাঁজন!


মনোমুগ্ধকর জ্যোৎস্নাসিক্ত রাতে...
ভালবাসার ধুম্রজালে আসক্ত হয়ে
দয়িতের প্রেম প্রণয়ে--
দয়িতা প্রণয়াবদ্ধ হতে ব্যকুল।


পূর্নিমার রাতে কাম্য জ্যোৎস্নার উপগমন
কিশোরীর মনে জাগে ভালবাসার শিহরণ।
কামানলে আবদ্ধ হতে চায় প্রেমিকযুগলের দেহমন
জ্যোৎস্নার সান্নিধ্যে ভালবেসে সৃষ্টি হয় উষ্ণ বন্ধন।


এসো হে জ্যোৎস্না-
প্রেমিকযুগলের জ্যোৎস্নাসিক্ত দেহ-মনকে,
নিপট ভালবাসার অটুট বন্ধনে
জ্যোৎস্নালোকিত করে দাও।
-----------------------------------------------------
পথিক
১০.১১.২০
কলমাকান্দা,  নেত্রকোণা।