এখন আর নতুন করে কিছু ভাবতে পারি না
ভাবতে পারিনা ঠিক নয়
ভাবতেই ইচ্ছে করে না।
আপন পর সে যেই হোক না কেন?
কারো সাথে কথা বলতে মন চায় না
যোগাযোগ করার আগ্রহটাও মরে গেছে?
আগের মতো জীবনের হিসাবও করি না
কি পেয়েছি আর কি পাইনি
এই ভেবেও আর কষ্ট পাই না।
শুধু উদাস দৃষ্টিতে শূন্যে তাকিয়ে থাকি
তাকিয়ে থাকতেও ভালো লাগে না,
মাঝে মাঝে চোখ বন্ধ করে থাকি
দেখে মনে হয় শান্তিতে ঘুমিয়ে আছি,
ঘুমিয়ে আছি মহা আনন্দে
দুঃখের অতল মহাসমুদ্রে।
তুমি দেখেও দেখলে না
বুঝেও বুঝলে না
আমার চিত্তের জ্বলন্ত নীল কষ্টকে।
------------=------------=-----------=------------
সময়ঃ ১২.০০
তারিখঃ ০৩/০৪/২২
স্থানঃ আনন্দ ডিজিটাল মডেল স্কুল।