দেশে নিছক না আর না
পহেলা আসে ভাইরাস করোনা;
মহামারি হয়ে দিল হানা।
যখন দেশে আসে করোনা  
মানুষ সমস্বরে করছে প্রার্থনা:
আল্লাহ, করো একটু করুণা।


অনন্তর বের হলো ঘটনা
না, অন্য কিছু না, প্রতারণা।
করোনাভাইরাস পরীক্ষা নিয়ে প্রতারণা
প্রতারণার অধিরাজ সাহেদ আর সাবরিনা।
শেষত তারা নিস্তার পেল না
তাদের কী বিহিত বিচার হবে না?


সর্বশেষে আসে অকাল বন্যা,
ত্রাণ চোরদের চুরি বন্ধ হলো না
বন্যা কবলিত মানুষ ত্রাণ পেল না।
দুঃস্থদের অভাব দুরে গেল না
অসহায়দের আত্মরক্ষা হলো না।
সরকার কার্যকর পদক্ষেপ নিল না।


আসতে থাকল নানা রকমের সরকারি নির্দেশনা।
জনগণ তো বাঘের বাচ্চা, তারা বলে মানি না,
কোনো কিছু মানব না।
মুখে মাস্ক পরব না,
সাবানে হাত ধোব না,
সামাজিক দূরত্ব মানব না।
করোনা টেস্ট করাব না,
টেস্ট করে পজিটিভ হলে বলব না।
হাসপাতালে যাব না।
হাসপাতালে কেন যাব না?
সত্য গোপন করে, ডাক্তার নেগেটিভ রিপোর্ট দেখাবে না
পজিটিভ দেখিয়ে জোর করে ভর্তি না করে ছাড়বে না।
হ্যাঁ, হাসপাতাল সম্পর্কে এমন অভিযোগ মিথ্যা না।
তাই বলে সবাই তো আর এই দোষে দোষী না।


বাঙালি জাতি দম্য না,
সাহসের সঙ্গে দুর্যোগ মোকাবেলা করতে অপ্রস্তুত না।
করোনাভাইরাসকে আমরা ভয় করব না।
তার আগে কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি ভঙ্গ করব না।
সামাজিক দুরত্ব অমান্য করব না,
আমি ভয় করব না, ভয় করব না।
অবেলা মরার আগে মরব না,
মরব না ভাই, মরব না।