নাশিত কৃষকের গহীনে নিনাদ
----------------------------------------------------


ভাটি বাংলার বোর ধান
সোনার বাংলার অপার প্রাণ।
বৈশাখ মাসে বাংলার ঘরে ঘরে
রাশি রাশি ধানে গোলা ঘর ভরে।


প্রকৃতির প্রতিককূল পরিবেশে আগাম বন্যায়
সোনার ফসল নিমজ্জিত হয় পানির তলায়।
হাওরের কিনারায় অবাক তাকিয়ে কৃষকে কয়
বানের পানিতে আমারি সোনার ফসল তল হয়।


ধান হারা বাংলার আপামর জনগণ
দুঃখে ভারাক্রান্ত নাশিত কৃষকের মন।
সোনার ফসল নাশিতে শুরু হয় ভয়ানক হাহাকার
কৃষকের মনে দুঃখ কষ্ট মিলেমিশে সব একাকার।


চাষী ভাবে জীবিকা নির্বাহ করার ভাবনা
সংসারে শুরু নানা দুশ্চিন্তার আনাগোনা।
সর্বশান্ত কৃষকের মাথায় হাত
মনে নাই সুখ পেটে নাই ভাত।


শিক্ষা চিকিৎসা অন্ন বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা
কৃষকের পক্ষে নির্বাহ করার নেই কোন অবস্থা।
দুর্দশা গ্রস্ত কৃষকের ঋণের দায় ভার
কালক্ষেপণ না করে নিবে কি সরকার?


আজিকার ঘোর সংকটে, কে আছো কাণ্ডারী?
মুক্ত করে দাও তোমারি ধন-সম্পদের ভান্ডারী।
দেখাও তোমার বলিষ্ঠ বদান্যতা
দূর হউক নাশিত কৃষকের দু:স্থতা।


সুখ শান্তিতে দিনাতিপাত করুক বাংলার জনতা
চির উজ্জ্বীবিত হউক অপরাজেয় বাংলামাতা।
-----------------------------------------------------
পথিক
২৯.০৪.১৭