তুমি অতি গোপনে কর পাপ
ভাবছ জানে না তোমার মা-বাপ,
ভাবটা এমন; তুমি একজন মওলানা সাব
মনে রেখ; আল্লাহ করবে না তোমায় মাফ।


তোমার কুকর্মের নিকৃষ্ট পাপাচার
সমাজ পোড়ে করছে চুরমার,
আল্লাহ দেখেন সব অনাচার
একদিন হবে তোমার অপকর্মের বিচার।


তোমার সাধু সাজার ভন্ডামী
অন্যের কাছে  লাগে নোংরামি।
আর করনা নিমোক হারামি
মানুষ হও ছেড়ে সব নাফরমানি।


তোমার ধারণা পাপের কথা কেউ তো জানে না
আল্লাহর কথা কি তোমার মনে পড়ে না?
আখেরাতের জন্য যদি না হও তৈরি
কিযামতের দিন সবকিছুই হবে তোমার জন্য বৈরী।