★ শেষ গন্তব্য ★


মহাশূন্যে যেতে চাই
বাতাসে উড়তে চাই
নীলাকাশ দেখতে চাই।
পানিতে ভাসতে চাই,
পথ-প্রান্তরে হাটতে চাই
ইচ্ছে মত ঘুরতে চাই।


শেষ গন্তব্যে যেতে চাই-
সসীম থেকে অসীমে,
ভূমণ্ডল থেকে নভোমণ্ডলে
নশ্বর থেকে অবিনশ্বরে
দৃশ্য থেকে অদৃশ্যে,
চিন্তন থেকে অচিন্তনে।


আপন ভাবনার বলয়ে
ভাবি বসে নিলয়ে।
ঘরে না থেকে বসে
যেতে চাই শেষে
চির শান্তির দেশে
অনন্ত সন্ন্যাসী বেশে।


===============০===============
পথিক
কলমাকান্দা
৩১.১০.১৯