আমি কে?
ওঁরা যাকে নির্বোধ বলে
আমিই তো সে!
আলপনায় আমিই যোদ্ধা
আমিই অকস্মাৎ এক!
“প্রিয় বান্দা” অর্থেই আমি
কথ্য আমি নই
ভাবলেশহীন কণ্ঠে আমি
বলো বীর বনে রই!
অনাহারে অনাদরে শুধু
হা .., করে চেয়েই যে রই
অপরাধের স্বাস্তি নিয়ে
আমি বড্ড করি অভিনয়
পাগলা পাদরীর বাণিতে
আমিই অনুপ্রাণিত হই!
ভালোবাসার শূন্যপাতে আমি
অন্ধ হয়ে রই যেনো
বৃষ্টি বেজা ধান ক্ষেতে
ফোটা ফোটা পানির থই থই!
আমিই আমি, তুই-ই তুমি
আসলেই আমি কার কই?