এডমন্টন, কানাডা
৮ ফেব্রুয়ারী, ২০১৪


দীর্ঘ একটা সময় , তুমি আমার পাশে ছিলে।
তুমি চলে যাবার পর •••
একলা মানুষ , একলা ঘর, একলা জীবন
এলোমেলো সংসার।
ঘরের আলমিরা, বুক সেলফ, রাঁন্নার সামগ্রী, বিছানা, চাদরে  এখন জমাট ধূলো।
তুমি যখন ছিলে, সব কিছু পরিপাটি,
নিরেট মায়া লেগে ছিল দখিনের জানালায়।


উত্তরের  আঙিনায়
দোলন চাপা আর ডেফোডিল কি আশ্চার্য রকমের
বন্ধুত্ব  গড়ে  উঠেছিল,
এখন নিঃসঙ্গতায় মলিন।


রবিন পাখি আর আসে না ভর দুপরে,
বিষন্ন••   কোথাও লুকিয়ে থাকে।


তুমি যখন ছিলে, নগর ও সভ্যতার মাঝে,
মানুষ ও মানবতার মাঝে চমৎকার আন্তঃসম্পর্ক ছিল।
এখন  নগর, ত্রাস ও ভয়ের  অভয়ারণ্য, বিপন্ন মানবতা।
তুমি যখন ছিলে, উৎসবে মেতে ছিল জনপদ
এখন  শ্মশানের নীরবতা।


তুমি চলে যাবার পর..
আমার আর কোনো  স্মৃতিই থাকেনা কিংবা নেই।